মেদিনীপুর খো খো এসোসিয়েশনের পরিচালনায় ও বেঙ্গাই উদ্যোগী সংঘের ব্যাবস্থাপনায় ও হরিশপুর ক্লাবের সহযোগিতায় সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপের জন্য এবং ইন্টার জোনাল চ্যাম্পিয়নশিপের জন্য ৬ টি জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বুধবার থেকে উদ্যোগী সংঘের ক্রীড়াঙ্গনে ও সাময়িক ভাবে দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় পার্শ্বস্থ ময়দানে দিবারাত্রির প্রস্তুতি পর্ব চলছে।