পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির। পুজোর মরসুমে দুটি মা পথ কুকুর মোট ১১ টি বাচ্চার জন্ম দেয়। এমনিতে পুলিশ ফাঁড়ি মানেই ২৪ ঘন্টা লোকজনের যাতায়াত। তবে, কুকুরছানা গুলির নিরাপত্তা দিতে ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে আবাসিকরা প্রত্যেকেই তৎপর। গড়ে উঠেছে পরস্পরের মধ্যে এক আত্মীয়তার সম্পর্ক!