
Siliguri News: ভ্যালেন্টাইনস উইক যত এগিয়ে আসছে, ততই শহরের কোলাহল ছেড়ে কাছেপিঠে রোম্যান্টিক গন্তব্যের খোঁজে ব্যস্ত প্রেমিক-প্রেমিকারা। ঠিক সেই সময়েই নজরে আসছে শিলিগুড়ির অদূরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক মনোরম ঠিকানা। সবুজ পাহাড়, মেঘে ঢাকা পথ আর নিরিবিলি পরিবেশ—প্রিয় মানুষের হাত ধরে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গা হয়ে উঠছে আদর্শ পছন্দ। শিলিগুড়ি থেকে মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত রোহিনী অঞ্চল। স্কুটি বা বাইকে ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এখানে। চাইলে শেয়ার গাড়ি কিংবা কার্শিয়াংগামী গাড়িতেও সহজে যাতায়াত সম্ভব।