Birbhum News: বীরভূমবাসীর জন্য ফের আশার খবর। ২৭ জানুয়ারি ভারতীয় রেল মন্ত্রক এর তরফে সম্মতি মিলেছে সিউড়ি - বক্রেশ্বর - রাজনগর হয়ে ঝাড়খণ্ডের নলা পর্যন্ত নতুন রেললাইনের ফাইনাল লোকেশন সার্ভে ও ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজে।