বর্তমানে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আধুনিক টেকনোলজি। সোশ্যাল মাধ্যম মানুষের জীবনকে প্রভাবিত করেছে। মানুষ এখন অধিকাংশ সময় কাটাচ্ছে সোশ্যাল বিভিন্ন মাধ্যমগুলিতে। আর এখানেই ফাঁদ পেতে বসে রয়েছে একাধিক চক্র। একটু অসাবধানতা অবলম্বন করলেই সাইবার ক্রাইম চক্রের খপ্পরে পড়তে হচ্ছে। মানুষের অজান্তেই নানান ভাবে প্রতারিত হচ্ছেন অনেকেই। এই সমস্ত বিষয় থেকে সচেতন থাকার প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে এই সাইবার ক্রাইম প্রতারণা বিষয়ে বোঝানো হচ্ছে আইনি পরিষদ কর্তৃপক্ষের উদ্যোগে।