মুম্বই এয়ারপোর্টে সস্ত্রীক সূর্য কুমার যাদবকে দেখা গেল৷ প্রথমে নিজের মুখ মাস্কে ঢাকা তারপর ফটোগ্রাফারদের কথায় সেই মাস্ক সরালেন৷ সূর্য পরেছিলেন একটি জ্যাকেট অন্যদিকে স্ত্রী নীল রঙের লং ড্রেস পরেছিলেন৷ সূর্য ও তাঁর স্ত্রীয়ের সঙ্গে ছিলেন সূর্য কুমারের মা -বাবাও৷ সম্প্রতি ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে তাঁর নেতৃত্বে খেলা ভারতীয় দল সিরিজ জিতে দেশে ফিরেছে৷ দেখে নিন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷