
সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু! শুভ মহারৎ কবে? বায়োপিকে সৌরভের নায়িকার ভূমিকায় বাঙালি মুখ!কয়েকদিন ধরেই কলকাতায় পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের খুঁটিনাটি নিয়ে চলছে জোরকদমে কাজ। উদ্দেশ্য, ‘দাদা’র বেহালার বাড়ির আনাচকানাচ খুঁটিয়ে দেখা। ভারতীয় ক্রিকেটে আগ্রাসনের জন্ম দেওয়া অধিনায়ক সৌরভের বায়োপিক ঘিরে আগ্রহ সব মহলেই৷ সংবাদ মাধ্যমের খবর অনুসারে মুম্বইয়ের স্টুডিওতে ‘দাদা’র বাড়ি তৈরি হবে। তাই বলিউডের বিখ্যাত ডিরেক্টর বিক্রম ছবি তুলে নিয়ে যাচ্ছেন।” সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুরু হবে শ্যুটিং। সিনেমায় থাকবে কলকাতা, মুম্বই, লন্ডন-সহ নানা জায়গা৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷