স্কুল থেকে ফেরার পথে। খেলার ছলে। শান্ত আলির সামারসল্ট। আর দুরন্ত লাভলির কার্ট হুইলিং। কিন্তু এই ভিডিও যে রাতারাতি দুই বন্ধুকে সেলিব্রিটি করে দেবে, সেটা বোধ হয় কেউ ভাবেননি। ভিডিও দেখে অবিশ্বাস্য বলে টুইট স্বয়ং নাদিয়া কোমানিচির। প্রথম জিমন্যাস্ট হিসেবে যিনি পারফেক্ট টেন করেছিলেন অলিম্পিক্সে৷