Purulia News | পুরুলিয়া : গ্রামে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে , দুশ্চিন্তায় গ্রামবাসীরা। এ এক আশ্চর্য কাণ্ড! এমন অদ্ভুত ঘটনা কেন? নিশ্চয়ই প্রশ্ন জাগছে মনে। পুরুলিয়া ১-নং ব্লকের মানাড়া অঞ্চলের অকড়বাইদ গ্রামের দক্ষিণ বহাল সহিস পাড়া এলাকায় প্রায়শই ঘটছে বিয়ে ভাঙার ঘটনা। কারণটা খোলসা করে বলা যাক! জলের জন্য ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ। শুনতে কিছুটা অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটছে এই গ্রামে। গ্রামবাসীদের ভরসা নদীর চুয়া কাটা জল। গ্রামে পৌঁছায়নি নল বাহিত পানীয় জল, একমাত্র নলকূপ ভরসা। কিন্তু সেই জলও পানের অযোগ্য। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷