
এবার দক্ষিণ চব্বিশ পরগণার ফ্রেজারগঞ্জে রাতের আকাশে দেখা মিলল রহস্যময় আলোর৷ যদিও এই আলোগুলির উৎস কী, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ৷ বুধবার রাতে ফ্রেজারগঞ্জে অনেকেই আকাশে এই রহস্যময় বিভিন্ন রংয়ের আলো জ্বলতে নিভতে দেখেছেন৷ ওই মুহূর্তের ভিডিও রেকর্ডিংও করে রেখেছেন অনেকে৷ ওই আলো কোনও ড্রোনের কি না, তা নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আলোর উৎস কী তা খতিয়ে দেখা হচ্ছে৷ মঙ্গলবার রাতে কলকাতার আকাশেও একাধিক ড্রোন দেখা যায় বলে খবর৷ তার পরই ফ্রেজারগঞ্জে এই রহস্যময় আলো দেখে স্থানীয় মানুষের মনেও আতঙ্ক ছড়িয়েছে৷
Last Updated: May 22, 2025, 03:37 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 ISTকার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। এটিকে দেবতাদের দীপাবলি বলা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেব-দেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। প্রতি বছর হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালিত হয়। কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হর কি পৌড়িতে যান, গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু, শিব এবং মা গঙ্গার পূজা করেন।
Last Updated: November 04, 2025, 19:09 IST