
লালবাতি এখনও লাগানো রয়েছে গাড়িতে। ধুলোয় ভর্তি কাঁচ। জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে আস্ত গাড়িটি। এখন আর এই গাড়ি ঘিরে নেই কোন ব্যস্ততা। গ্যারেজ ঘরের এক কোণে পড়ে রয়েছে অবহেলা অযত্নে। কিন্তু এই গাড়ি করেই এক সময় গোটা মালদহ জেলা দাপিয়ে বেড়িয়েছে প্রয়াত কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী এবিএ গণিখান চৌধুরী। মালদহ জেলার রূপকার নামে পরিচিত তিনি। নির্বাচন আসলেই এই গাড়িটি করেই ভোট প্রচার করতেন গোটা জেলা ঘুরে। জেলার সাধারণ মানুষের কাছে পরিচিত ছিল গাড়িটিও। দূর থেকে দেখেই চিনে ফেলতেন সকলে। তাইতো তিনি যখন এই গাড়ি করে রাস্তায় বের হতেন দুই ধারে প্রচুর মানুষ জড়ো হত। বরকত সাহেবের মৃত্যুর পর এই গাড়িতে আর কেউ চড়েননি। কোতোয়ালি ভবনের গ্যারেজে এক কোণে রাখা রয়েছে পুরনো মার্সিডিজ গাড়িটি। কোন ব্যস্ততা নেই, মাঝেমধ্যে কখনও চালক এখনও গাড়িটিকে পরিষ্কার করেন। এই গাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে বরকত সাহেবের নানান স্মৃতি ভোট প্রচারের কাহিনী।১৯৮০ সাল থেকে শুরু। টানা আটবারের সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনিখান চৌধুরী। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করতে একমাত্র এই গাড়ি ছিল তাঁর ভরসা। ২০০৬ সালে কংগ্রেস নেতা এবিএ গনিখান চৌধুরী চৌধুরী প্রয়াত হন। ১৮ বছর পেরিয়ে গেলেও এখনও তাঁর মার্সিডিজ গাড়িটি নিজস্ব ভবন কোতোয়ালিতে রয়েছে। এখনও কংগ্রেস কর্মী নেতৃত্বরা যখন কোতোয়ালি ভবনে আসেন বরকত সাহেবের গাড়িটি দেখে যান।
Last Updated: Apr 17, 2024, 08:42 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST