
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কালীপুজো উপলক্ষে নদীর ঘাটে আতশবাজী প্রদর্শনী করা হল। বেশ কয়েক বছর পর এবছর আতশবাজী প্রদর্শনী করা হয়। যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ ।প্রায় লক্ষাধিক টাকা মুল্যর গ্রীন কার্ড আতশবাজী প্রদর্শনী করা হল। জানা গিয়েছে, রঙবেরঙের আতসবাজির ঝলকানি প্রত্যক্ষ করতে সেখানে এসেছিলেন সাধারণ মানুষজন। প্রতি বছর কালী পুজো উপলক্ষে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরও তার কোনো ব্যাতিক্রম হয়নি। প্রায় কয়েক বছর ধরে চলে আসছে এই উৎসব। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা সহ একাধিক আতসবাজির প্রদর্শিত হয় সেখানে।
Last Updated: Oct 27, 2025, 20:32 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST