
চিকিৎসা পরিভাষায় না বললে ও ত্রয়ী চিকিৎসকদের যুদ্ধকালীন তৎপরতায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে প্রাণে বাঁচলেন এক বছর পঞ্চান্ন বয়সের এক প্রৌঢ়।বর্তমানে প্রৌঢ় সীতানাথ মন্ডল ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। রাত তখন প্রায় বারোটা। বাইরে প্রবল বেগে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলছিল।বিছানার মধ্যে সেই সময় আচমকা একটি কালাচ সাপ কামড় দেয়। বুঝতে পারেন কিছু একটা কামড় দিয়েছে। বিছানা থেকে ধড়ফড় করে জেগে ওঠেন। চিৎকার শুরু করেন। পরিবারের অন্যান্যরা ঘুম থেকে জেগে ওঠে। তড়িঘড়ি আলো জ্বালতেই দেখতে পায় একটি কালাচ সাপ দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। বিপদ আসন্ন বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রৌঢ় কে স্থানীয় কুলতলি-জামতলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তড়িঘড়ি ১০ ভায়াল এভিএস দিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন প্রৌঢ়কে।পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ততক্ষণে ওই প্রৌঢ়ের শারীরিক অবস্থার দ্রত অবনতি হতে থাকে। ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছাতেই যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডঃ সমরেন্দ্র নাথ রায়,ডঃ কার্তিক নাসিপুরি,ডঃ মধুরিমা মন্ডল সহ অন্যান্যরা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: Aug 09, 2025, 17:13 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST