চিকিৎসা পরিভাষায় না বললে ও ত্রয়ী চিকিৎসকদের যুদ্ধকালীন তৎপরতায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে প্রাণে বাঁচলেন এক বছর পঞ্চান্ন বয়সের এক প্রৌঢ়।বর্তমানে প্রৌঢ় সীতানাথ মন্ডল ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। রাত তখন প্রায় বারোটা। বাইরে প্রবল বেগে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলছিল।বিছানার মধ্যে সেই সময় আচমকা একটি কালাচ সাপ কামড় দেয়। বুঝতে পারেন কিছু একটা কামড় দিয়েছে। বিছানা থেকে ধড়ফড় করে জেগে ওঠেন। চিৎকার শুরু করেন। পরিবারের অন্যান্যরা ঘুম থেকে জেগে ওঠে। তড়িঘড়ি আলো জ্বালতেই দেখতে পায় একটি কালাচ সাপ দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। বিপদ আসন্ন বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রৌঢ় কে স্থানীয় কুলতলি-জামতলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা তড়িঘড়ি ১০ ভায়াল এভিএস দিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন প্রৌঢ়কে।পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ততক্ষণে ওই প্রৌঢ়ের শারীরিক অবস্থার দ্রত অবনতি হতে থাকে। ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছাতেই যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডঃ সমরেন্দ্র নাথ রায়,ডঃ কার্তিক নাসিপুরি,ডঃ মধুরিমা মন্ডল সহ অন্যান্যরা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Kalach Snake: এই সাপের বিষের জ্বালা এত মারাত্মক যে বাঁচতে পারে না মানুষ, কিন্তু দেবতার মতো এই ডাক্তাররা যা করলেন, রইল ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷