
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে সে দেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হওয়া ১৭ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত মৎস্যজীবীর নাম বাবুল দাস (২৫)। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত ১৪ জুলাই ‘মা মঙ্গলচন্ডী’ নামে একটি ট্রলার-সহ ওই ১৭ জন মৎস্যজীবী আটক হন এবং ১৫ জুলাই থেকে তাঁরা বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন। এদিকে পরিবারের কাছে বাবুল দাসের মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবুল দাসের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, পরিবার এই কারণ মানতে রাজি নয়। মৃত্যুর আসল কারণ জানতে পরিবারের সদস্যরা তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে, বাকি ভারতীয় মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় বাংলাদেশের জেলে বন্দি থাকা অন্যান্য মৎস্যজীবীদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
Last Updated: November 16, 2025, 20:20 ISTবিয়ের জন্য ছুটির আবেদন জানিয়েছেন কুলদীপ যাদব। চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ছোটবেলার বান্ধবী বনশিকার সঙ্গে আগেই বাগদান সেরে রেখেছিলেন কুলদীপ। শোনা যাচ্ছে বিয়ের জন্যই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই ছুটির আবেদন জানিয়েছেন তিনি। অর্থাৎ দ্বিতীয় টেস্টে কুলদীপকে ছাড়াই হয়তো দল তৈরি করতে হবে গম্ভীরদের।
Last Updated: November 15, 2025, 17:07 ISTওড়িশার কটকে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। বিখ্যাত বলিউড গায়িকার শোতে হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অত্যাধিক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রোতা। শিল্পী মঞ্চে ওঠার পরই বেড়ে যায় হুড়োহুড়ি, পদপৃষ্ঠের মত পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চেইপ জ্ঞান হারান ২ শ্রোতা, আহত হন একজন। অজ্ঞান ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Last Updated: November 15, 2025, 14:25 ISTবিহার নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর নিজের সামাজিক মাধ্যমে রাহুল গান্ধি লেখেন,”আমি বিহারের সেই কোটি কোটি ভোটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা মহাজোটের উপর আস্থা রেখেছেন। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ভাবে হয়নি। এই লড়াই হল সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। কংগ্রেস পার্টি এবং INDIA জোট এই ফলাফলের গভীর পর্যালোচনা করবে এবং গণতন্ত্র বাঁচানোর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”
Last Updated: November 15, 2025, 13:45 ISTBihar Election Result Video: বিহারে রাস্তায় শুয়ে নাচ নীতীশ সমর্থকদের, দেখুন ভিডিও
Last Updated: November 14, 2025, 18:36 ISTধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে ততই কমছে বিরোধী মহাগঠবন্ধন জোটের আসন সংখ্যা৷ বিহারের এমন পরিস্থিতির মাঝেই হঠাৎ বাংলা নিয়ে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ৷ জানিয়ে দিলেন, বিহার তো হল, এবার তাঁদের ‘নেক্সট টার্গেট’ বেঙ্গল৷ প্রসঙ্গত, ২০২৬ সালেই পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, ‘‘যাঁরা এখনকার বিহারকে চেনেন, তাঁরা জানেন বিহার আর ‘জঙ্গল রাজ’ চায় না৷ বিহারের মানুষ আর অরাজকতা পছন্দ করেন না, না তাঁরা চান কোনও দুর্নীতিগ্রস্ত নেতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে৷’’এরপরেই বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ দাবি করেন, ‘‘আমি ভোটের প্রথম দিন থেকে বলছি এনডিএ সরকার গড়বে এবং এখন প্রাথমিক ট্রেন্ডও তাই দেখা যাচ্ছে৷ রেজাল্ট সবাই দেখতে পাবে৷ আমি বলে দিচ্ছি, বিহারের জয় আমাদের৷ এবার বাংলার পালা৷’’
Last Updated: November 14, 2025, 13:16 IST