TRENDING:

Newtown Disha Eye Hospital: নিউটাউনে গড়ে উঠছে দিশার মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল, সুখবর চক্ষুরোগীদের জন্য

Last Updated : দক্ষিণবঙ্গ
Disha Eye Hospital : সামর্থ্যের মধ্যে সর্বসাধারণের জন্য চোখের চিকিৎসা - এই মন্ত্র নিয়েই গড়ে উঠেছে দিশা আই হসপিটালস। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের নিজের হাতে গড়ে তোলা এই আই হসপিটাল আজ পশ্চিমবঙ্গের সেরা চক্ষু চিকিৎসা কেন্দ্রগুলির একটি। সারা রাজ্যে দিশার ১৮টি হসপিটাল রয়েছে। বছরে দেড় লক্ষেরও বেশি আই সার্জারি হয় এখানে। অন্তত ১১ লক্ষ রোগী সারা বছর এখানে চিকিৎসার জন্য আসেন। চক্ষু চিকিৎসার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ডক্টর দেবাশিস ভট্টাচার্য। All India Ophthalmological Society-র প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন ২০১৫-১৬ সালে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দুটি টার্মে AIOS-এর Editor Proceedings এবং ২০১০-১১ সালে AIOS-এর Ethics Committee-র Chairman-এর পদে ছিলেন তিনি। ক্যাটারাক্ট সার্জারি এবং আই-কেয়ার হসপিটাল ম্যানেজমেন্টে ডক্টর দেবাশিস ভট্টাচার্যের জুড়ি মেলা ভার। সদ্য পেশায় যোগ দেওয়া চক্ষু চিকিৎসকদের কাছে ডক্টর দেবাশিস ভট্টাচার্য একজন শিক্ষাগুরু। সূক্ষতার সঙ্গে Cataract Surgery and ফেকোয় পারদর্শী ডক্টর দেবাশিস ভট্টাচার্য বহু ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। ভারতীয় চিকিৎসাক্ষেত্রে Group Practice model-এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের তত্ত্বাবধানে দিশা আই হসপিটালস চোখের চিকিৎসাকে সাধারণের নাগালের মধ্যে নিয়ে এসেছে। গত ২৫ বছর ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে কম খরচে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছে এই হসপিটাল। তবে আই হসপিটালসের পর এবার সামগ্রিক চিকিৎসায় পা রাখার পালা। নিউটাউনে ৩ একর জমিতে গড়ে উঠছে দিশার ৬০০ শয্যা-বিশিষ্ট Multi-specialty Hospital। এবছরই হাসপাতাল তৈরির কাজ শেষ হতে চলেছে। পূর্ব ভারতে চিকিৎসাক্ষেত্রে দিশা আই হসপিটালস এবং ডক্টর দেবাশিস ভট্টাচার্যের অবদানকে স্বীকৃতি দিতে পেরে গর্বিত নিউজ 18 বাংলা।
Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Newtown Disha Eye Hospital: নিউটাউনে গড়ে উঠছে দিশার মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল, সুখবর চক্ষুরোগীদের জন্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল