
Disha Eye Hospital : সামর্থ্যের মধ্যে সর্বসাধারণের জন্য চোখের চিকিৎসা - এই মন্ত্র নিয়েই গড়ে উঠেছে দিশা আই হসপিটালস। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের নিজের হাতে গড়ে তোলা এই আই হসপিটাল আজ পশ্চিমবঙ্গের সেরা চক্ষু চিকিৎসা কেন্দ্রগুলির একটি। সারা রাজ্যে দিশার ১৮টি হসপিটাল রয়েছে। বছরে দেড় লক্ষেরও বেশি আই সার্জারি হয় এখানে। অন্তত ১১ লক্ষ রোগী সারা বছর এখানে চিকিৎসার জন্য আসেন। চক্ষু চিকিৎসার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ডক্টর দেবাশিস ভট্টাচার্য। All India Ophthalmological Society-র প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন ২০১৫-১৬ সালে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দুটি টার্মে AIOS-এর Editor Proceedings এবং ২০১০-১১ সালে AIOS-এর Ethics Committee-র Chairman-এর পদে ছিলেন তিনি। ক্যাটারাক্ট সার্জারি এবং আই-কেয়ার হসপিটাল ম্যানেজমেন্টে ডক্টর দেবাশিস ভট্টাচার্যের জুড়ি মেলা ভার। সদ্য পেশায় যোগ দেওয়া চক্ষু চিকিৎসকদের কাছে ডক্টর দেবাশিস ভট্টাচার্য একজন শিক্ষাগুরু। সূক্ষতার সঙ্গে Cataract Surgery and ফেকোয় পারদর্শী ডক্টর দেবাশিস ভট্টাচার্য বহু ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। ভারতীয় চিকিৎসাক্ষেত্রে Group Practice model-এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। ডক্টর দেবাশিস ভট্টাচার্যের তত্ত্বাবধানে দিশা আই হসপিটালস চোখের চিকিৎসাকে সাধারণের নাগালের মধ্যে নিয়ে এসেছে। গত ২৫ বছর ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে কম খরচে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছে এই হসপিটাল। তবে আই হসপিটালসের পর এবার সামগ্রিক চিকিৎসায় পা রাখার পালা। নিউটাউনে ৩ একর জমিতে গড়ে উঠছে দিশার ৬০০ শয্যা-বিশিষ্ট Multi-specialty Hospital। এবছরই হাসপাতাল তৈরির কাজ শেষ হতে চলেছে। পূর্ব ভারতে চিকিৎসাক্ষেত্রে দিশা আই হসপিটালস এবং ডক্টর দেবাশিস ভট্টাচার্যের অবদানকে স্বীকৃতি দিতে পেরে গর্বিত নিউজ 18 বাংলা।
Last Updated: Apr 27, 2024, 18:38 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST