Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তা ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে ঝুঁকে রয়েছে। এর প্রভাব ওড়িশা তে বেশি থাকবে। মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কখনো পরিষ্কার আকাশ আবার কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। শুক্রবারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।