TRENDING:

Bangla News: কম খরচে রাজকীয় ছোঁয়া, বিয়ের জন্য আগেই করে রাখুন বুকিং! বিশদে জানুন

Last Updated:
Bangla News: অনেকেই আছেন, যাঁরা নিজেদের বিয়েকে একটু অন্যরকম করে তুলতে চান। তাঁদের জন্য এই পরিষেবা হতে পারে অভিনব ভাবনা। 
advertisement
1/5
কম খরচে রাজকীয় ছোঁয়া, বিয়ের জন্য আগেই করে রাখুন বুকিং! বিশদে জানুন
পালকিতে চড়ে বিয়ে করতে গিয়েছেন, এমন দৃশ্য আজকের দিনে খুব একটা দেখা যায় না। তবে একেবারেই যে অচল এই প্রথা, তা-ও নয়। গ্রামবাংলার নানা প্রান্তে এখনও রয়েছে এমন কিছু চিত্র, যা গল্প-কথার মতো মনে হলেও বাস্তবে দেখা যায়। আর তেমনই এক ঐতিহ্য হল পালকি। বিয়ের দিনে পালকিতে চড়ে বরের আগমন শুনতে অবিশ্বাস্য হলেও, আজও সম্ভব। তাও আবার কম খরচেই! তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
শুরু হতে চলেছে বিয়ের মরসুম। একের পর এক বিয়ের তারিখ ঘনিয়ে আসছে। আজকের দিনে অধিকাংশই নামীদামি গাড়িতে চেপে বিয়ে করতে যান। কিন্তু সেই আধুনিকতার ভিড়েও বাজারে ফিরে আসছে পুরোনো ঐতিহ্য। অনেকেই আছেন, যাঁরা নিজেদের বিয়েকে একটু অন্যরকম করে তুলতে চান। তাঁদের জন্য পালকি হতে পারে এক অভিনব মাধ্যম। তবে পালকি ভাড়া নিতে হলে আগে থেকেই বুকিং করে রাখা ভাল, নাহলে বিয়ের তারিখে আর পাওয়া নাও যেতে পারে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
অতীতে ঘোড়া আর পালকিই ছিল যাতায়াতের প্রধান ভরসা। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় পালকির প্রচলন কমতে থাকে। কিন্তু বর্তমানে আবার বাড়ছে এর চাহিদা। অনেক তরুণ-তরুণী বিয়ের দিনে বিশেষ আয়োজনের জন্য খুঁজে নিচ্ছেন পালকি। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বাউরা গ্রামে আজও বেঁচে রয়েছে এই ঐতিহ্য। এখানে রয়েছেন মিহির ঘোষ নামের এক ব্যক্তি, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রেখেছেন পালকির ব্যবসা। আধুনিকতার ঢেউতেও তিনি ধরে রেখেছেন পুরোনো সংস্কৃতিকে। আজও তাঁর কাছে ভাড়া পাওয়া যায় পালকি, যা বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয়। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
যাঁরা নিজেদের বিশেষ দিনে পুরনো ঐতিহ্যের স্বাদ নিতে চান, তাঁরা সহজেই ভাড়া নিতে পারেন পালকি। সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে 9735889813 অথবা 7679703996 নম্বরে। আধুনিকতার ভিড়েও এ যেন ইতিহাসের ছোঁয়া,যেখানে পালকির দোলায় মিশে থাকে বাঙালির গ্রামীণ ঐতিহ্যের গন্ধ। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bangla News: কম খরচে রাজকীয় ছোঁয়া, বিয়ের জন্য আগেই করে রাখুন বুকিং! বিশদে জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল