অটোতে উঠবে যাত্রী না টোটোতে এই বিবাদের জেরে মহেশতলার ২৩ নম্বর ওয়ার্ডের ডাকঘর অটো স্ট্যান্ডে বন্ধই হয়ে গেল যাত্রী পরিষেবা। যার জেরে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। অটো চালকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছিলেন এলাকায় বেআইনি ভাবে টোটো চলছে। আগেও এই নিয়ে একাধিকবার বিক্ষোভ হয়েছিল। কিন্তু পরিস্থিতি আগের মতো রয়েই গিয়েছে। এদিকে টোটো চালকদের দাবি তারা এলাকায় নিয়ম মেনেই টোটো চালান। বাইরে থেকে অনেকে এসে অসুবিধা সৃষ্টি করে। দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ হয়ে যায় পরিষেবা।
অটো চলবে নাকি টোটো? চালকদের বিবাদের জেরে বন্ধ দুই পরিষেবা!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷