RG Kar Case Sandeep Ghosh: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর খোঁজ পাওয়া গেল ক্যানিংয়ে। সন্দীপবাবুর এই বাংলোটি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত। বাংলোটি প্রায় দশ বিঘে জমির উপর তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের, বাড়িটির নাম ‘সঙ্গীতা-সন্দীপ ভিলা’। মাঝে মাঝে পরিবার নিয়ে এই বাংলোয় আসতেন সন্দীপ ঘোষ। জানা গিয়েছে বাড়িটি প্রায় দুই বছর আগে তৈরি করা হয়েছিল, যদিও বাড়িটি বেশ কিছু দিন ধরেই তালাবন্ধ হয়ে পড়ে আছে।