Purulia News: রাঢ় বাংলার অন্যান্য উৎসবের মতোই মনসা পূজো অন্যতম। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলায় মহা ধুমধামের সঙ্গে পালিত হয় এই পুজো। পুরুলিয়ার মনসা পূজোতেও রয়েছে থিমের ছোঁয়া। আর এই থিম পুজোকে ঘিরে এলাকার মানুষদের উৎসাহ রয়েছে তুঙ্গে।