TRENDING:

Success Story: দাদু রাস্তায় রাস্তায় চালান টোটো, মেধাবী নাতি সুযোগ পেল IIT-তে

Author :
Last Updated : পাঁচমিশালি
মালদহ: দাদুর প্রচেষ্টায় সফল মালদহের অভিজিৎ রায়। টোটো চালিয়ে নাতিকে পড়াশোনা শিখিয়ে আসছেন দাদু রতন হালদার। দাদুর স্বপ্ন নাতি শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হোক। আর দাদুর সেই স্বপ্ন বাস্তবায়িত করতে চলেছে নাতি অভিজিৎ রায়।সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল হয়ে খড়গপুর আইআইটিতে সুযোগ করে নিয়েছে মালদহের অভাবি মেধাবী ছাত্র অভিজিৎ। দাদু রতন হালদার বলেন, টোটো চালিয়ে কয়লা বিক্রি করে আমি সংসার চালাই। আমার দাদুভাই ভাল ফল করেছে আমি এতে খুব খুশি। আগামীতে আরও বড় হোক এটুকুই আমি চাই।মালদহ শহরের গ্রীণপার্ক এলাকার বাসিন্দা রতন হালদার। সরকারি খাস জমির উপর বাড়ি তৈরি করে রয়েছেন। সেখানেই দাদু দিদার সঙ্গে থাকে অভিজিৎ। কারণ বাবা তাকে দেখে না। মা অসুস্থ রয়েছে। তাই বাধ্য হয়েই দাদুর বাড়িতে ঠাঁই নিয়েছে। সেখান থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র।
Advertisement
বাংলা খবর/ভিডিও/পাঁচমিশালি/
Success Story: দাদু রাস্তায় রাস্তায় চালান টোটো, মেধাবী নাতি সুযোগ পেল IIT-তে
advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল