ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেই সংসার চলে। এবার কাজে যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়লেন মালদহের পরিযায়ী শ্রমিক। দুর্ঘটনায় কোমরে চোট পেয়েছেন। দুর্ঘটনার পর ঠিকমত কথা বলতে পারছেন না। সেখানেই হাসপাতালে ভর্তি রয়েছেন মালদহের চাঁচলের পরিযায়ী শ্রমিক রাজু শেখ। এদিকে পরিবারের একমাত্র রোজগেরে ব্যাক্তির দুর্ঘটনায় জখম হওয়ার খবর পৌঁছাতেই উদ্বিগ্ন পরিবার।পরিবারে রয়েছে বৃদ্ধা মা-সহ স্ত্রী, তিন সন্তান। তিনি অসুস্থ হয়ে পড়ায় সংসার কীভাবে চলবে এই চিন্তায় এখন পরিবারের লোকেদের মধ্যে। জখম শ্রমিকের মেয়ে রিয়া খাতুন বলে, “আমার বাবা পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। এখন আমাদের কী হবে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। শুনছি বাবার কোমরে চোট পেয়েছে। রেলের কাছে চিকিৎসার দাবি জানাচ্ছি আমরা।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷