Last Updated : দেশ Train Accident Lokmanya Tilak Express: লাইন থেকে ছিটকে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস। আগরতলা থেকে যাওয়ার পথে লামডিং ডিভিশনের ডিবলং স্টেশনে লাইনচ্যূত হয় লোকমান্য তিলক এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস। উত্তর সীমান্ত রেল সূত্রে খবর, ট্রেনটির এঞ্জিনসহ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে শুরু উদ্ধার।