Supreme Court:ভারত কোনও ‘ধর্মশালা’ নয়। শ্রীলঙ্কার এক তামিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। বিশ্বের জন্য ভারত ‘ধর্মশালা’ নয়, পর্যবেক্ষণ বিচারপতির। '১৪০ কোটি নিয়েই আমরা হাঁসফাঁস' পর্যবেক্ষণ বিচারপতির। বিচারপতি দীপঙ্কর দত্ত তাঁর পর্যবেক্ষণে আরও বলেন, ‘বিশ্বের সব উদ্বাস্তুকে আশ্রয় দিতে পারি না’।