
মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এসআইআর-এর প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা উচিত বলে পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট৷ এ দিন বাংলার এসআইআর মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ৷ জাতীয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেটকে নথি হিসেবে গণ্য করলেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গণ্য করা হবে না৷ এ দিন আদালতে বিষয়টি তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ এর পরই নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নিজের পর্যবেক্ষণ জানান বিচারপতি জয়মাল্য বাগচি৷