ইনদওরের পরিবহণ ব্যবসায়ী রাজা রঘুবংশী (২৯)-র খুন এখন খবরের শিরোনামে। মধ্যপ্রদেশের ইনদওর থেকে মেঘালয়ে ঘুরতে গিয়ে উধাও হয়ে গিয়েছিল নবদম্পতি, ১১ দিন পরে জলপ্রপাতের ধার থেকে উদ্ধার হয় স্বামী রাজা রঘুবংশীর দেহ। কিন্তু তাঁর স্ত্রী সোনম তখনও গায়েব ছিলেন। পুলিশ মনে করেছিল, সোনমকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। ১৬ দিনের মাথায় এই ঘটনার মোড় ঘুরে গেল। অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করল স্ত্রী সোনম।