নির্বাচন কমিশনের তুলোধনা করে রাহুল অভিযোগ করেছেন দেশের সমস্ত নির্বাচনী প্রক্রিয়াই ‘কোরিওগ্রাফড’ অর্থাৎ, পূর্ব নির্ধারিত প্রক্রিয়া মেনে হচ্ছে৷ এই অভিযোগের প্রেক্ষিতে উদায়হরণ হিসাবে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি৷ এবার তিনি জানান যে এই ভোট চুরি নিয়ে প্রমাণ দেবে কংগ্রেস।