পাকিস্তানে ‘VIP’ জ্যোতি! ISI-এর সঙ্গে জ্যোতিরানি মালহোত্রার একাধিক বৈঠক। পাকিস্তানে গেলেই জ্য়োতিকে VIP ট্রিটমেন্ট। সেদেশে হাইপ্রোফাইল পার্টিতে ডাক পেতেন জ্যোতি। পাকিস্তানে রাজার হালে জ্যোতির যাতায়াত। জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পর হাতে একাধিক তথ্য।জ্য়োতির পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের ফোন বাজেয়াপ্ত। জ্যোতির ল্যাপটপ থেকেও বহু তথ্য ফাঁস।