
Black Hole : ৭ কোটি পৃথিবী গিলে ফেলতে পারে! যুগল মিলনে জন্ম নিল মহাবিশ্বের ভয়ংকর ব্ল্যাক হোল। মানুষের চোখে ধরা পড়ে না, তবু ওরা আছে। নিভৃত মহাকাশে, যেখানে আলোও পৌঁছায় না, সেখানে জেগে আছে এক বিশাল শূন্যতা— এক ভয়ঙ্কর কৃষ্ণগহ্বর। এবার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন দুটি ব্ল্যাক হোলের মিলন, যার ফলে তৈরি হয়েছে এক দৈত্যাকৃতি, অতিমাত্রায় ওজনদার ব্ল্যাক হোল। যার একাই ক্ষমতা রয়েছে গিলে ফেলতে প্রায় ৭ কোটি পৃথিবীকে মহাবিশ্ব বিশাল, রহস্যময় তবে সম্প্রতি সেই রহস্য আরও এক ধাপ গভীরে পৌঁছল। আন্তর্জাতিক গবেষণা সংস্থা LIGO, VIRGO এবং KAGRA— যারা মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণ করে, তারা আবিষ্কার করেছে এমন এক যুগল ব্ল্যাক হোলের মিলন, যা বিজ্ঞানের চোখে এক বিশাল বিস্ফোরণ। প্রথম ব্ল্যাক হোলটির ভর ছিল ৮৫ সৌর ভরের মতো, আর দ্বিতীয়টি আরও বড় — প্রায় ৬৬ সৌর ভর। এই দুটি একে অপরকে আকর্ষণ করে এক ভয়ানক গতিতে ধাক্কা খায়। ফল? তৈরি হয় একটি ‘সুপার’ ব্ল্যাক হোল — যার ওজন পৃথিবীর তুলনায় কোটি কোটি গুণ বেশি। এটি এমন একটি সত্তা, যেখানে সময় থমকে যায়, আলো আটকে পড়ে, বাস্তবতা যেন বিকৃত হয়ে যায়।” বিজ্ঞানীরা বলছেন, এই newly formed ব্ল্যাক হোল এতটাই বিশাল, যে তাতেই ঢুকে যেতে পারে ৭ কোটি পৃথিবী।
Last Updated: July 17, 2025, 19:13 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 ISTকার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। এটিকে দেবতাদের দীপাবলি বলা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেব-দেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। প্রতি বছর হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালিত হয়। কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হর কি পৌড়িতে যান, গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু, শিব এবং মা গঙ্গার পূজা করেন।
Last Updated: November 04, 2025, 19:09 ISTছত্তিশগড়ের বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির। দুর্ঘটনার পরে মালগাড়ির মাথায় উঠে দুমড়ে মুছড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Last Updated: November 04, 2025, 18:55 ISTরবিবার রাতটা শিলিগুড়ির মানুষের কাছে শুধু এক রাত নয়—এক ইতিহাস। ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে শহর জুড়ে শুরু হয় অন্যরকম উচ্ছ্বাস। কারণ এই জয়ের নেপথ্যে রয়েছেন শিলিগুড়িরই মেয়ে রিচা ঘোষ, যিনি প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেন।
Last Updated: November 03, 2025, 19:15 IST