
Black Hole : ৭ কোটি পৃথিবী গিলে ফেলতে পারে! যুগল মিলনে জন্ম নিল মহাবিশ্বের ভয়ংকর ব্ল্যাক হোল। মানুষের চোখে ধরা পড়ে না, তবু ওরা আছে। নিভৃত মহাকাশে, যেখানে আলোও পৌঁছায় না, সেখানে জেগে আছে এক বিশাল শূন্যতা— এক ভয়ঙ্কর কৃষ্ণগহ্বর। এবার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন দুটি ব্ল্যাক হোলের মিলন, যার ফলে তৈরি হয়েছে এক দৈত্যাকৃতি, অতিমাত্রায় ওজনদার ব্ল্যাক হোল। যার একাই ক্ষমতা রয়েছে গিলে ফেলতে প্রায় ৭ কোটি পৃথিবীকে মহাবিশ্ব বিশাল, রহস্যময় তবে সম্প্রতি সেই রহস্য আরও এক ধাপ গভীরে পৌঁছল। আন্তর্জাতিক গবেষণা সংস্থা LIGO, VIRGO এবং KAGRA— যারা মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণ করে, তারা আবিষ্কার করেছে এমন এক যুগল ব্ল্যাক হোলের মিলন, যা বিজ্ঞানের চোখে এক বিশাল বিস্ফোরণ। প্রথম ব্ল্যাক হোলটির ভর ছিল ৮৫ সৌর ভরের মতো, আর দ্বিতীয়টি আরও বড় — প্রায় ৬৬ সৌর ভর। এই দুটি একে অপরকে আকর্ষণ করে এক ভয়ানক গতিতে ধাক্কা খায়। ফল? তৈরি হয় একটি ‘সুপার’ ব্ল্যাক হোল — যার ওজন পৃথিবীর তুলনায় কোটি কোটি গুণ বেশি। এটি এমন একটি সত্তা, যেখানে সময় থমকে যায়, আলো আটকে পড়ে, বাস্তবতা যেন বিকৃত হয়ে যায়।” বিজ্ঞানীরা বলছেন, এই newly formed ব্ল্যাক হোল এতটাই বিশাল, যে তাতেই ঢুকে যেতে পারে ৭ কোটি পৃথিবী।
Last Updated: Jul 17, 2025, 19:13 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST