TRENDING:

Black Hole : যুগল মিলনে জন্ম নিল মহাবিশ্বের ভয়ংকর ব্ল্যাক হোল, গিলে ফেলতে পারে পৃথিবীকে !

Last Updated : দেশ
Black Hole : ৭ কোটি পৃথিবী গিলে ফেলতে পারে! যুগল মিলনে জন্ম নিল মহাবিশ্বের ভয়ংকর ব্ল্যাক হোল। মানুষের চোখে ধরা পড়ে না, তবু ওরা আছে। নিভৃত মহাকাশে, যেখানে আলোও পৌঁছায় না, সেখানে জেগে আছে এক বিশাল শূন্যতা— এক ভয়ঙ্কর কৃষ্ণগহ্বর। এবার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন দুটি ব্ল্যাক হোলের মিলন, যার ফলে তৈরি হয়েছে এক দৈত্যাকৃতি, অতিমাত্রায় ওজনদার ব্ল্যাক হোল। যার একাই ক্ষমতা রয়েছে গিলে ফেলতে প্রায় ৭ কোটি পৃথিবীকে মহাবিশ্ব বিশাল, রহস্যময় তবে সম্প্রতি সেই রহস্য আরও এক ধাপ গভীরে পৌঁছল। আন্তর্জাতিক গবেষণা সংস্থা LIGO, VIRGO এবং KAGRA— যারা মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণ করে, তারা আবিষ্কার করেছে এমন এক যুগল ব্ল্যাক হোলের মিলন, যা বিজ্ঞানের চোখে এক বিশাল বিস্ফোরণ। প্রথম ব্ল্যাক হোলটির ভর ছিল ৮৫ সৌর ভরের মতো, আর দ্বিতীয়টি আরও বড় — প্রায় ৬৬ সৌর ভর। এই দুটি একে অপরকে আকর্ষণ করে এক ভয়ানক গতিতে ধাক্কা খায়। ফল? তৈরি হয় একটি ‘সুপার’ ব্ল্যাক হোল — যার ওজন পৃথিবীর তুলনায় কোটি কোটি গুণ বেশি। এটি এমন একটি সত্তা, যেখানে সময় থমকে যায়, আলো আটকে পড়ে, বাস্তবতা যেন বিকৃত হয়ে যায়।” বিজ্ঞানীরা বলছেন, এই newly formed ব্ল্যাক হোল এতটাই বিশাল, যে তাতেই ঢুকে যেতে পারে ৭ কোটি পৃথিবী।
Advertisement
বাংলা খবর/ভিডিও/দেশ/
Black Hole : যুগল মিলনে জন্ম নিল মহাবিশ্বের ভয়ংকর ব্ল্যাক হোল, গিলে ফেলতে পারে পৃথিবীকে !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল