
Black Hole : ৭ কোটি পৃথিবী গিলে ফেলতে পারে! যুগল মিলনে জন্ম নিল মহাবিশ্বের ভয়ংকর ব্ল্যাক হোল। মানুষের চোখে ধরা পড়ে না, তবু ওরা আছে। নিভৃত মহাকাশে, যেখানে আলোও পৌঁছায় না, সেখানে জেগে আছে এক বিশাল শূন্যতা— এক ভয়ঙ্কর কৃষ্ণগহ্বর। এবার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন দুটি ব্ল্যাক হোলের মিলন, যার ফলে তৈরি হয়েছে এক দৈত্যাকৃতি, অতিমাত্রায় ওজনদার ব্ল্যাক হোল। যার একাই ক্ষমতা রয়েছে গিলে ফেলতে প্রায় ৭ কোটি পৃথিবীকে মহাবিশ্ব বিশাল, রহস্যময় তবে সম্প্রতি সেই রহস্য আরও এক ধাপ গভীরে পৌঁছল। আন্তর্জাতিক গবেষণা সংস্থা LIGO, VIRGO এবং KAGRA— যারা মহাকর্ষীয় তরঙ্গ বিশ্লেষণ করে, তারা আবিষ্কার করেছে এমন এক যুগল ব্ল্যাক হোলের মিলন, যা বিজ্ঞানের চোখে এক বিশাল বিস্ফোরণ। প্রথম ব্ল্যাক হোলটির ভর ছিল ৮৫ সৌর ভরের মতো, আর দ্বিতীয়টি আরও বড় — প্রায় ৬৬ সৌর ভর। এই দুটি একে অপরকে আকর্ষণ করে এক ভয়ানক গতিতে ধাক্কা খায়। ফল? তৈরি হয় একটি ‘সুপার’ ব্ল্যাক হোল — যার ওজন পৃথিবীর তুলনায় কোটি কোটি গুণ বেশি। এটি এমন একটি সত্তা, যেখানে সময় থমকে যায়, আলো আটকে পড়ে, বাস্তবতা যেন বিকৃত হয়ে যায়।” বিজ্ঞানীরা বলছেন, এই newly formed ব্ল্যাক হোল এতটাই বিশাল, যে তাতেই ঢুকে যেতে পারে ৭ কোটি পৃথিবী।
Last Updated: Jul 17, 2025, 19:13 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST