Last Updated : দেশ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে৷ অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাছে আচমকাই আগুন লাগে যশবন্তপুর-টাটানগর এক্সপ্রেসে৷ গোল্লাপ্রোলুর স্টেশনের কাছে ট্রেনে আগুন লাগে৷ প্রাথমিকভাবে, প্যান্ট্রিকারে আগুন লাগে৷