এখনও সরকার টিকিয়ে রাখতে আত্মবিশ্বাসী কমলনাথ৷ তাঁর কথায়, 'মেয়াদ শেষ করবে কংগ্রেস সরকার৷ যোগাযোগ রাখছেন ২২ জন বিদ্রোহী বিধায়ক৷' ঘোড়া কেনা-বেচা ঠেকাতে গুরগাঁওয়ের আইটিসি গ্র্যান্ড ভারত রিসর্টে ১০৭ জন বিধায়ককে রেখেছে বিজেপি৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ২২ জন বিধায়কই এখন বেঙ্গালুরুর রিসর্টে৷