দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা৷ ন্যাশনাল ক্রাইম ব্যুরো (NCRB) রিপোর্ট বলছে, দেশের ১৯টি বড় শহরের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানীই সবচেয়ে নিরাপদ৷ দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালের রিপোর্ট প্রকাশ করেছে NCRB৷ রাজ্য ভিত্তিতে অপরাধেরে নিরিখে প্রথমেই রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ৷ তৃতীয় স্থানে রয়েছে বাংলা৷