Kangana Ranaut Slapped: সিআইএসফ-এর এক মহিলা জওয়ান কঙ্গনাকে ঠাটিয়ে থাপ্পড় মারলেন। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কঙ্গনা দিল্লিগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন। জানা যাচ্ছে, সেই মহিলার নাম কুলবিন্দর কউর। তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত ছিলেন। কঙ্গনা রানাওয়াতকে চড় CISF জওয়ানের। হিমাচলের মাণ্ডির বিজেপির সাংসদ কঙ্গনা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ।