সামনে ট্র্যাভেল ব্লগার৷ আড়ালে চরবৃত্তি৷ ইউটিউবার পরিচয়ের আড়ালে ভারত থেকে গোপনীয় তথ্য পাকিস্তানে পাঠাতেন অভিযুক্ত জ্যোতি মালহোত্র৷ শনিবার তাঁকে গ্রেফতার করেছে হরিয়ানার হিসারের সিভিল লাইন্স পুলিশ৷ পুলিশের দাবি, পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন জ্যোতি৷ স্পর্শকাতর তথা গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো মাধ্যমে৷