
India vs Pakistan : দেশে থেকে দেশ বিরোধী কাজ। পাকিস্তানকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার। হরিয়ানায় গ্রেফতার ভারতের ইউটিউবার। ধৃত ইউটিউবার Jyoti Malhotra সহ ছয়জন। Pakistani Spy Indian Girl: পাকিস্তান এমব্যাসির দানিশ কে! যার সঙ্গে সবসময় চ্যাট করতেন জ্যোতি, গিয়েছিলেন হাইপ্রোফাইল ইফতারে, ফটো ফাঁস৷ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিখ্যাত ইউটিউবার এবং ব্লগার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ভারতের বিভিন্ন গোপন তথ্য পাচার করেছে সে৷ কারণ সে একাধিকবার পাকিস্তানে ঘুরতে গেছে৷ এবার তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে পাকিস্তানি হাইকমিশনের হাইপ্রোফাইল ইফতার পার্টিতে যোগ দিতে এবং এর একটি ভিডিও তৈরি করতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে, জ্যোতিকে ১:২৬ মিনিটে পাকিস্তানি হাইকমিশনে পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তা দানিশের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যাচ্ছে। আসলে, পহেলগাঁও হামলার পর, ভারত সরকার একটি বড় পদক্ষেপ নিয়ে সমস্ত পাকিস্তানি আধিকারিকদের পাকিস্তানে ফেরত পাঠায়, সেই পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে দানিশও ছিলেন। দানিশ ক্রমাগত জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla News Video)৷
Last Updated: May 17, 2025, 23:55 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 ISTকার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। এটিকে দেবতাদের দীপাবলি বলা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেব-দেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। প্রতি বছর হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালিত হয়। কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হর কি পৌড়িতে যান, গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু, শিব এবং মা গঙ্গার পূজা করেন।
Last Updated: November 04, 2025, 19:09 IST