ভারতীয় বায়ুসেনার পাইলটের যেন কোনও ক্ষতি না হয়। পাকিস্তান তাঁকে দ্রুত ও নিরাপদে দেশে ফেরাবে বলে আশা করছে নয়াদিল্লি। পাকিস্তানের অ্যাক্টিং হাই কমিশনারের হাতে প্রতিবাদপত্র তুলে একথা জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। প্রতিবাদপত্রে এও বলা হয়েছে, ভারতীয় পাইলটের রক্তাক্ত অবস্থার ছবি কুৎসিতভাবে তুলে ধরে আন্তর্জাতিক মানবতা আইন ও জেনিভা চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান।