হায়দরাবাদে তরুণী চিকিৎসক ধর্ষণের ঘটনার পর গোটা দেশ প্রতিবাদে উত্তাল। তার প্রভাব পড়েছে সংসদেও। এদিন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন বললেন, “ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিৎ। কারণ, এমন কঠোর শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকে ৷ সরকার আইন পাশ করে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির বিধান দিয়েছে ঠিকই। কিন্তু প্রশ্ন হল, তার পরেও নিরীহ মেয়েরা কি সুবিচার পেয়েছে ? নির্ভয়াও কি সুবিচার পেয়েছিল ? এই সংসদে দাঁড়িয়ে এ ধরনের ঘটনা নিয়ে আমি কতবার যে বলেছি, ক্ষোভ প্রকাশ করেছি তার কোনও হিসেব নেই। সেটা নির্ভয়া কাণ্ড হোক, কাঠুয়া কাণ্ড আর এখন তেলেঙ্গানার ঘটনা। আমার মনে হয়, জনগণ এখন সরকারের থেকে একটা স্পষ্ট জবাব চাইছে। আর কতদিন এমন চলবে ? আর কত যন্ত্রণা, কত অত্যাচার সহ্য করতে হবে দেশের মেয়েদের ?”