Last Updated : দেশ Gujrat Plane Crash: আহমেদাবাদের বিমান-দুর্ঘটনায় তথ্যতালাশ জারি। সোমবার সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হল দ্বিতীয় Blackbox। ফ্লাইট ডেটা রেকর্ডারের পর উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডারও। দু-টি রেকর্ডারই কার্যত অক্ষত জানিয়েছেন তদন্তকারীরা। দেশেই ব্ল্যাকবক্সের ডেটা ডি-কোডিংয়ের সম্ভাবনা। কী বেরিয়ে আসবে তাতে? কী ইঙ্গিত দিচ্ছে দ্বিতীয় ব্ল্যাকবক্সটি?