
Indian Railways: উৎসবের মরসুমে যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। দূরপাল্লার একই ট্রেনের একই ক্লাসে যাতায়াত করলে মিলবে বিশেষ ছাড়। উৎসবের ভিড় সামাল দিতে এবং যাত্রীদের আকর্ষণ করতে রেলওয়ে ঘোষণা করেছে, ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই অফার চালু থাকবে। রেল সূত্রে জানা গেছে, একই ট্রেনে একই ক্লাসে আপ ও ডাউন যাত্রার টিকিট কাটলে যাত্রীদের দেওয়া হবে ২০% ছাড়। উদাহরণস্বরূপ, আপনি যদি একই ট্রেনে আপনার গন্তব্যে গিয়ে আবার সেই একই ট্রেনে ফিরতে চান, তাহলে মোট ভাড়ার ওপর এই ছাড় প্রযোজ্য হবে। তবে কিছু শর্তও থাকছে— ছাড় শুধুমাত্র নির্দিষ্ট সময়কালের জন্যই কার্যকর। টিকিট কাটার পর যদি যাত্রী ক্যানসেল করেন, তবে ছাড়ের সুযোগ পাওয়া যাবে না। রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং দূরন্ত এক্সপ্রেস ট্রেনে এই অফার প্রযোজ্য নয়। ১৪ অগাস্ট থেকে অগ্রিম টিকিট কাটা যাবে। রেল কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্তে উৎসবের মরসুমে যাত্রীসংখ্যা আরও বাড়বে এবং একই ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য এটি হবে অর্থনৈতিকভাবে লাভজনক।
Last Updated: Aug 11, 2025, 20:00 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST