বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির মধ্যেই শীর্ষ আদালতে উঠল বাংলার প্রসঙ্গ৷ শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্করায়ন বলেন, গত ৮ অগাস্ট জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠি দিয়েছে৷ সেই চিঠিতেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গেও এসআইআর-এর কাজ শুরু হবে৷ যদিও গোপাল শঙ্করায়নের এই সওয়াল শুনে দুই বিচারপতিই জানান, তাঁরা এখন বিহারে এসআইআর নিয়ে দায়ের হওয়া মামলাগুলির উপরেই নজর দিতে চান৷ ভবিষ্যতে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে তখন বিষয়টি তাঁরা শুনবেন৷