গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের অনশন করছেন লেহ অ্যাপেক্স বডির (LAB) ১৫ জন সদস্য৷ এরমধ্যে রয়েছেন পরিবেশ রক্ষা আন্দোলনকারী সোনম ওয়াঙচুকও৷ মঙ্গলবার সন্ধেবেলা অনশনকারীদের মধ্যে ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপরেই লেহ অ্যাপেক্স বডির (LAB)-এর যুব সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসীচি ওবনধ ঘোষণা করা হয়৷