পয়লা ফেব্রুয়ারি বাজেট৷ তার আগে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের সভায় 'কুকথা'! সোমবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে উস্কানিমূলক স্লোগান দেওয়া অভিযোগ উঠল অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে৷ বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের মতোই এ বার কর্মীদের গুলি চালানোর নির্দেশ দিলেন অনুরাগ৷ দিল্লির রিঠালার সভায় অনুরাগ স্লোগান তুললেন, 'দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো৷' যখনই অনুরাগ স্লোগান দিচ্ছেন,'দেশ কে গদ্দারোঁ কো...৷' তখনই সভার জনতার থেকে পাল্টা চিত্কার আসছে, 'গোলি মারো শালোঁ কো৷' ওই জায়গাতেই পরে অনুরাগ ঠাকুর ও আরেক কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সভায় যোগ দেন৷