সেনাদের সাহস ও তাদের আত্মত্যাগকে রাজনৈতিক ফয়দা তুলতে ব্যবহারের চেষ্টা করছে শাসকদল। এই প্রবণতায় ২১ দলের জোটের তরফে গভীর আশঙ্কা জানানো হচ্ছে। জাতীয় নিরাপত্তাকে সবার ওপরে রাখা উচিত। এটা দুঃখজনক, যে যাবতীয় পরম্পরা ভেঙে প্রধানমন্ত্রী এখনও সর্বদল বৈঠক ডাকেননি।