
ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে ততই কমছে বিরোধী মহাগঠবন্ধন জোটের আসন সংখ্যা৷ বিহারের এমন পরিস্থিতির মাঝেই হঠাৎ বাংলা নিয়ে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ৷ জানিয়ে দিলেন, বিহার তো হল, এবার তাঁদের ‘নেক্সট টার্গেট’ বেঙ্গল৷ প্রসঙ্গত, ২০২৬ সালেই পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, ‘‘যাঁরা এখনকার বিহারকে চেনেন, তাঁরা জানেন বিহার আর ‘জঙ্গল রাজ’ চায় না৷ বিহারের মানুষ আর অরাজকতা পছন্দ করেন না, না তাঁরা চান কোনও দুর্নীতিগ্রস্ত নেতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে৷’’এরপরেই বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ দাবি করেন, ‘‘আমি ভোটের প্রথম দিন থেকে বলছি এনডিএ সরকার গড়বে এবং এখন প্রাথমিক ট্রেন্ডও তাই দেখা যাচ্ছে৷ রেজাল্ট সবাই দেখতে পাবে৷ আমি বলে দিচ্ছি, বিহারের জয় আমাদের৷ এবার বাংলার পালা৷’’
Last Updated: November 14, 2025, 13:16 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 IST