Last Updated : দেশ Bangla News: কোটিপতি চোর! চুরির অভিযোগে হাওড়ার রাজপুর থেকে পাকড়াও এই ব্যক্তি।পুলিশের জালে অভিযুক্ত অমিত দত্ত। নোদাখালির ভেটকাখালিতে রয়েছে এই চোরের প্রাসাদ! অমিতের বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশের চোখ কপালে।চোরের বাড়িতে দামি দামি আসবাব!সিসি ক্যামেরায় মোড়া খোদ চোরের বাড়ি! গ্রামের মধ্যে 'রাজপ্রাসাদ', ঝাড়বাতি, বাথটাব, ডায়মন্ড হারবারে তাজ্জব পুলিশও!