লোকসভা ভোট বড় বালাই। তাই কি রাজনাথ সিং, দলের রাজ্য নেতৃত্বের ঘাড়ে দায় চাপালেও, রাহুল গান্ধির সাংবাদিক বৈঠকের পর, রাতে টুইট করে পাঁচ রাজ্যের ভোটে হারের দায়, কার্যত স্বীকার করে নিলেন নরেন্দ্র মোদি? শিলিগুড়িতে অবশ্য তিনি সভা করতে আসছেন না। এতেও কি উনিশের ভোটের আগে, বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের মনোবল ধাক্কা খাবে না? উঠছে প্রশ্ন।