পহেলগাঁও কাণ্ডের পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক। অন্যদিকে, এই ঘটনার পরে থমথমে পরিস্থিতি ভূস্বর্গে। নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। যদিও সাত দিন অতিক্রান্ত হলেও অধরা জঙ্গিরা। এর মধ্যেই পহেলগাঁওয়ের পরিস্থিতি নিয়ে পৃথক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।