Bangla News: মাঝে আর কয়েকটা দিন তারপর কালীপুজো। প্রচলন অনুযায়ী কালী পজোর পরের দিন বাঙালি ঘরে স্থান পায় দেওয়ালী ঘর। ছোট ছোট মাটির বাড়ি বানিয়ে দেওয়ালি পুতুল সেই বাড়িতে বসে আলো দিয়ে সাজিয়ে চলে দেওয়ালি উৎসব পালন।