Snake Fact: এই বর্ষাকালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হল সাপের উৎপাত। বিশেষত গ্রাম বাংলায় গাছগাছালি যেখানে বেশি ও মাঠে ঘাটে সাপ দেখা যায় প্রায়ই। অনেক সময়ই নিঃশব্দে ঘরে ঢুকে আসে এরা। তাই সাপের কামড় ও তাতে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়ার খবর প্রায়ই শোনা যায় বর্ষায়। বর্ষার এই মরসুমে সাপের কামড়ের ঘটনা প্রায়শই দেখতে পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাপের কামড়ে ভয় পাওয়া মোটেই উচিত নয়। বরং তাতে বড় ঝুঁকি। তাহলে কী করবেন?