ভর সন্ধ্যাবেলা কলকাতায় রাস্তায় শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যে সাতটার সময় তালতলা থানার অন্তর্গত লেলিন সরণীর কাছে ইউনিয়ন চ্যাপেল স্কুলের সামনে রাস্তায় পড়িয়ে বাড়ি ফিরছিলেন এক তরুণী। সেই সময় আচমকা তাকে পেছন থেকে মাঝবয়সী এক যুবক ফলো করে বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ পেছনে আসার পর তরুণী জানতে চান কেন তাকে পিছু করা হচ্ছে। সেই সময় সেই অভিযুক্ত ব্যক্তি তরুনীর গায়ে হাত দেন। তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। হাত মুচকে দেওয়ার চেষ্টা হয়েছে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন। অভিযুক্তকে আটকে রাখা হয়। পুলিশের হাতে পড়ে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত টিটাগরের বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই তরুণীকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়েছে এনআরএসএ হাসপাতালে।
Crime news: খাস কলকাতায় ধর্মতলার কাছে তরুণীকে শ্লী*লতা*হানি এবং ধ*র্ষ*ণের চেষ্টার অভিযোগ! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷